বালি নিয়ে পদক্ষেপ প্রশাসনের, পুর প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রাক্তন কাউন্সিলররা

Must read

বালি (Bally) নিয়ে বিশেষ উদ্যোগ প্রশাসনের। বালি পুর এলাকায় নাগরিক পরিষেবার মান আরও বাড়িয়ে অবৈধ নির্মাণ ও বেআইনি পার্কিং প্রভৃতি অনিয়ম রুখতে উদ্যোগী হল পুর কর্তৃপক্ষ। এই উপলক্ষ্যে হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রর নেতৃত্বে এলাকার প্রাক্তন কাউন্সিলররা বালির মুখ্য পুর প্রশাসক অমৃতা রায় বর্মনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বালি পুরসভার বিভিন্ন দফতরের আধিকারিকরাও ছিলেন। নিকাশি, পানীয় জল, আবর্জনা সাফাই সহ বিভিন্ন বিষয়গুলির বিশেষ জোর দেওয়ার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে পুর এলাকায় অবৈধ নির্মাণের তালিকা তৈরির ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়। পাশাপাশি সরকারি জায়গা দখল কিংবা বেআইনি পার্কিংয়ের বিষয়েও কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সব দফতরের আধিকারিক, কর্মী ও প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়। সেখানে কোনও সমস্যার কথা জানানোর সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র জানান, ‘বালির পুর পরিষেবার মান বাড়াতে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি কার্যকর করাও শুরু হয়েছে। কিন্তু পুরসভার কয়েকজন আধিকারিক স্যাবোতেজ করার ছক করছে। আমরা তাদের চিহ্নিত করছি। পাশাপাশি বালির পুর পরিষেবার মান বাড়াতে এদিন থেকেই একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিকেলেও এখন আবর্জনা সংগ্রহ করা হয়েছে। আমরা কোনও অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করব না।’ বালির পুর প্রশাসক তথা হাওড়ার এসডিও (সদর) অমৃতা রায় বর্মন জানান, ‘এলাকার প্রাক্তন কাউন্সিলরদের সহযোগিতায় আমরা বালির (Bally) পুর পরিষেবার মান আরও উন্নত করতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা কোনওরকম অনিয়ম বরদাস্ত করব না।’

আরও পড়ুন- নদী পারাপারের সময় তলিয়ে গেল ভারতীয় সেনার ট্যাঙ্ক, মৃত্যু ৫ জওয়ানের

Latest article