প্রতিবেদন : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চতুর্থ দফা শান্তি আলোচনাতেও (Russia Ukraine war) কোনও রফাসূত্র মেলেনি। ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি মেনে যুদ্ধবিরতিতে রাজি হয়নি রাশিয়া। ইউক্রেনের (Russia Ukraine war) বিভিন্ন শহরে এখনও রুশ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রুশ বোমা হামলায় মারিউপোল সহ একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগ শহরেই মৃতদেহের শেষকৃত্য করার মতো লোকজন নেই। তাই মৃতদের গণকবর দেওয়া শুরু করেছে প্রশাসন। কয়েকদিন আগে মারিউপোল শহরের এক প্রসূতি ও শিশু হাসপাতালে বোমা হামলার পর শুক্রবার নিপরোয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশে আছড়ে পড়ে বোমা। বোমার আগুন লাগে একটি জুতোর কারখানায়।
রুশ বোমা হামলায় লুৎস্কের মোটর গাড়ি তৈরির কারখানাতেও আগুন লাগে। তিনজনের মৃত্যুর খবর মিলছে। শুক্রবার মারিউপোল শহরের মেয়র বয়চেঙ্কো অভিযোগ করেন, রুশ সেনা নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার করছে। এমনকী, সাধারণ মানুষের আবাসনের উপরেও তারা বোমা হামলা চালাচ্ছে। পাশাপাশি রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যাও বেড়েছে। রুশ ট্যাঙ্ক যাতে ইউক্রেনে প্রবেশ করতে না পারে সেজন্য এবার ‘হেজহগ’ বসিয়েছে ইউক্রেন। হেজহগ হল লোহা দিয়ে তৈরি এক ধরনের গার্ডরেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান্টি ট্যাঙ্ক অবস্ট্যাকল ডিফেন্স হিসেবে হেজহগের ব্যবহার শুরু হয়েছিল।
আরও পড়ুন – কুপ্রস্তাব ফিরিয়ে দলত্যাগ বিজেপি নেত্রীর
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এদিন জানিয়েছেন, যুদ্ধের কারণে দেশের অর্ধেকেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। অন্যদিকে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তাঁরা রাশিয়ার বিদেশমন্ত্রীকে যুদ্ধবিরতি এবং মারিউপোল-সহ কয়েকটি শহরে মানবিক করিডর তৈরির আর্জি জানিয়েছিলেন। কিন্তু রাশিয়া তাঁদের সেই আবেদনে কর্ণপাত করেনি। তবে দু’দেশের বিদেশমন্ত্রীই পরবর্তী শান্তি বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়েছেন। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা সচিব অ্যালেক্সি ড্যানিলভের দাবি, যুদ্ধে পরাজয়ের জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন আধিকারিককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই তালিকায় ৮-১০ জন শীর্ষ আধিকারিক রয়েছেন। যুদ্ধজয়ের লক্ষ্যে রুশ সেনায় নতুন করে নিয়োগ করছেন পুতিন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রক শুক্রবার এক ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, তারা রাশিয়ার একাধিক ট্যাঙ্ক ধ্বংস করেছে। আন্দ্রেই জাখারভ নামে এক রুশ ট্যাঙ্ক কমান্ডারকে হত্যা করেছে। ২০১৬ সালে জাখারভকে সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার দিয়েছিলেন পুতিন। ইউক্রেন সেনার ওই ভিডিওতে দেখা গিয়েছে, রুশ ট্যাঙ্কের উপর তারা নির্বিচারে বোমা ফেলেছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…