কেন্দ্রের নয়া বিভ্রান্তির জাল, বঞ্চিতই রইলেন অগ্নিবীররা

যুবসমাজকে বিভ্রান্ত করতে মোদির সরকারের নতুন চাল। অগ্নিবীরদের প্রতি অমানবিক বঞ্চনাকে চাপা দিতে নয়া কৌশল কেন্দ্রের।

Must read

প্রতিবেদন: যুবসমাজকে বিভ্রান্ত করতে মোদির সরকারের নতুন চাল। অগ্নিবীরদের প্রতি অমানবিক বঞ্চনাকে চাপা দিতে নয়া কৌশল কেন্দ্রের। অগ্নিবীর প্রকল্পই তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন দেশের সাধারণ যুবকরা। সেই দাবি পূরণের পথে না হেঁটে সান্ত্বনা পুরস্কার ঘোষণা কেন্দ্রের। দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার তরফে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হল। আদতে খাতায় কলমে হলেও কেন্দ্রের নীতিতে বঞ্চনাই মিলল অগ্নিবীরদের। বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফের শীর্ষকর্তারা ঘোষণা করলেন, ১০ শতাংশ সংরক্ষণ পাবেন অগ্নিবীররা।

আরও পড়ুন-বৃষ্টিতে বিধ্বস্ত পুণে-মুম্বই, মৃত্যু ৬, লাল সতর্কতা, জলবন্দিদের উদ্ধারে এয়ারলিফ্‌ট

এমনকী এই নিয়োগের ক্ষেত্রে বয়স ও কর্মক্ষমতার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে বলে জানানো হয়। আলাদা করে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। এর আগে কেন্দ্র সরকার ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সেনাবাহিনীতে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। এবার আধা সেনার কর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী আরও ১০ শতাংশ অগ্নিবীরের জীবন সুরক্ষিত হল। কিন্তু এর ফলে বাস্তবে কিন্তু সামগ্রিকভাবে অগ্নিবীরদের পরিস্থিতির কোনও উন্নতি হল না। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে হিমাচলপ্রদেশ সব রাজ্যেই অগ্নিবীর প্রকল্পের প্রতিবাদে পথে নেমেছিলেন যুবকরা। তার মধ্যে দুই দফায় মাত্র ২০ শতাংশ অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ঘোষণা করা হল, স্থায়ী সমস্যার সমাধান হল না।

Latest article