প্রতিবেদন: একদিকে পাক সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরে লাগাতার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পাকিস্তান, অন্যদিকে লাদাখ ও অরুণাচলে চিনের আগ্রাসী মনোভাব। শত্রুপক্ষকে জব্দ করতে এবার আরও এক নয়া মারণাস্ত্র যোগ হল সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারে। প্রতিপক্ষের বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিতে স্মার্ট বোমার সফল পরীক্ষা করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় বায়ুসেনা।
আরও পড়ুন-১ টাকায় গরিবের জন্য পোশাক প্রতি রবিবার
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩ নভেম্বর জয়সলমিরের চন্দন টেস্ট রেঞ্জে ‘স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন’ বা স্মার্ট বোমাটির সফল পরীক্ষা করা হয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি গাইডেড বোমাটিকে বায়ুসেনার একটি বিমান থেকে ছোঁড়া হয়। প্রত্যাশামতোই নিখুঁতভাবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর আগেও একাধিকবার বোমাটির কার্যক্ষমতা পরীক্ষা করে দেখেছে ডিআরডিও ও বায়ুসেনা। ডিআরডিও তার বিবৃতিতে জানিয়েছে, এই স্মার্ট বোমাটি প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম।
আরও পড়ুন-পুরভোটের ঠিক আগেই ত্রিপুরায় ফিরে এলো পঞ্চায়েত ভোটের ভয়ঙ্কর স্মৃতি
স্যাটেলাইট ও ইলেকট্রো–অপটিক্যাল সেন্সরের মাধ্যমে লক্ষ্যবস্তু খুঁজে বের করে অত্যাধুনিক এই বোমা। ফলে একবার বিমান থেকে ছোঁড়ার পর পাইলট নিজেকে নিরাপদ দূরত্বে নিয়ে যেতে পারবেন। মূলত, শত্রুপক্ষের বিমানঘাঁটির রানওয়ে ধ্বংস করে দিতে এটি ব্যবহার করা হবে। রানওয়ে একবার নষ্ট হয়ে গেলে যুদ্ধের সময় প্রতিপক্ষের যুদ্ধবিমান আকাশে উড়তে পারবে না।