গোরক্ষপুরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকেও তোপ দেগে নির্বাচনী প্রচার করলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আজ সমগ্র উত্তরপ্রদেশ জানে যে ‘রেড টুপি’রা শুধু ‘লাল দীপ্তি’র যত্ন নেয়। আপনার ব্যথা এবং সমস্যার বিষয়ে তাদের কিছুই করার ছিল না। ‘লাল টুপি’রা ক্ষমতা চায় – তাদের কোষাগার পূরণের জন্য তারা গদি চায়। অবৈধ দখলদারির জন্য, মাফিয়াদের স্বাধীনতা দেওয়ার জন্য তারা ক্ষমতা চায়।’
আরও পড়ুন-ভারতে জৈবপ্রযুক্তি বিদ্যার জনক বীরেশচন্দ্র গুহ
নরেন্দ্র মোদির সেই বক্তব্যকেই সামনে রেখে সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এদিন নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছে এই মন্তব্যের। টুইটারে লেখা হয়েছে, ‘শ্রী নরেন্দ্র মোদির সরকারি প্ল্যাটফর্মের নির্লজ্জ অপব্যবহার অগ্রহণযোগ্য!
কিভাবে আপনি আপনার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা মাধ্যমে এগিয়ে যেতে পারেন?
নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর সরকারি সোশ্যাল হ্যান্ডেলে এভাবে শোষণ অত্যন্ত লজ্জাজনক।’
Shri @narendramodi‘s blatant misuse of government platforms is UNACCEPTABLE!
How can you further your own political agenda through @PMOIndia?
PM’s exploitation of government handle for the election campaign is a shameful NEW LOW! https://t.co/XYxsyCb6d8
— All India Trinamool Congress (@AITCofficial) December 8, 2021