প্রতিবেদন : এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আর্থিক বরাদ্দ অনেক ক্ষেত্রেই কমিয়ে দিল বিজেপি সরকার। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট হোমিওপ্যাথির ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবর্ষের সংশোধিত বরাদ্দের অঙ্ক ছিল ৩০ কোটি টাকা। যদিও ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট বরাদ্দ করা হয়েছে মাত্র ৬.০৪ কোটি টাকা।
আরও পড়ুন-রাজস্ব ঘাটতি বৃদ্ধি অতি উদ্বেগজনক, কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় বিরোধীরা
এশিয়াটিক সোসাইটিকে দেওয়া হয়েছে মাত্র ১০ লক্ষ টাকা। কলকাতা, কানপুর এবং চেন্নাইয়ের বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৩৬ কোটি টাকা। দেশের আইআইএমগুলির জন্য এবারের বাজেট বরাদ্দ করা হয়েছে ১২ কোটি টাকা। কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালের ক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবর্ষের সংশোধিত বরাদ্দের অঙ্ক ছিল ১৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষেও সেই বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে করা হয়েছে ৪৬.২৩ কোটি টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে বরাদ্দের অঙ্ক।