সংবাদদাতা, মেদিনীপুর : জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বামফ্রন্টের ডাকা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে রাজপথে নেমে মঙ্গলবার সরব হয় যুব তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-ফিরল বুলবুলি, ইরফান, ছন্দে বগটুই
খড়্গপুর ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বরগাই থেকে রেশমি গেট পর্যন্ত মঙ্গলবারের প্রতিবাদ পদযাত্রায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সন্দীপ সিংহ, তৃণমূল সভাপতি অমর চক্রবর্তী, ব্লক যুব তৃণমূল সভাপতি নয়নজ্যোতি শিট, পিকু মান্ডি, যুবনেতা সোনু সিং, অরিজিৎ পাত্র প্রমুখ। মঙ্গলবার কেন্দ্র সরকারের জনবিরোধী প্রকল্প পেট্রোল-ডিজেল, জ্বালানি গ্যাস ও দৈনন্দিন ব্যবহৃত জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানাল জেলার ছাত্রসমাজও। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মিছিল শুরু হয় মেদিনীপুর কলেজ ময়দান থেকে। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা।