স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের স্বেচ্ছাচারী মনোভাব

বিরোধী শিবিরের সাংসদদের তোলা আপত্তিকে উড়িয়ে দিয়েই মোদি সরকারের তরফে জেপিসিতে ওয়াকফ সংশোধনী বিলকে সবুজসঙ্কেত দেওয়া হয়েছিল৷

Must read

প্রতিবেদন: মোদি সরকারের স্বেচ্ছাচারিতার প্রমাণ মিলল আরও একবার৷ যৌথ সংসদীয় কমিটিতে ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনার সময়েও গায়ের জোরই দেখিয়েছিল মোদি সরকার এবং শাসক শিবির৷ বিরোধী শিবিরের সাংসদদের তোলা আপত্তিকে উড়িয়ে দিয়েই মোদি সরকারের তরফে জেপিসিতে ওয়াকফ সংশোধনী বিলকে সবুজসঙ্কেত দেওয়া হয়েছিল৷ বিরোধী শিবির তাদের যাবতীয় আপত্তির কথা জানিয়ে আলাদা আলাদা ভাবে ডিসেন্ট নোট দেয়৷

আরও পড়ুন-নির্বাচন এবং সাধারণ প্রচারে ১,৭৫৪ কোটি খরচ বিজেপির

এই ডিসেন্ট নোটের মধ্যে দিয়েই বিরোধী শিবিরের অন্যতম সদস্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমূল হক-সহ অন্যান্যরা সরকারের মুখোশ খুলে দিয়েছিলেন এবং দাবি করেছিলেন মোদি সরকার আসলে সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চাইছে৷ এর পরেও টনক নড়েনি সরকারের, কোনওভাবেই তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেনি৷ এবার জেপিসির সেই সংশোধনী রিপোর্টকেই সিলমোহর দিল মোদির মন্ত্রিসভা৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৪টি সংশোধনীতে অনুমোদন দিয়েছে৷ এতেই স্পষ্ট হয়েছে মোদি সরকারের অবস্থান৷ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১০ মার্চ৷ সেই অধিবেশনেই সংসদে পেশ করা হতে পারে সংশোধিত ওয়াকফ বিল, এমনটাই দাবি জানানো হচ্ছে সরকারি সূত্রে৷

Latest article