কমল মজুমদার, জঙ্গিপুর: শিল্পী অনন্ত সরকার এবার দুর্গা প্রতিমা গড়লেন শালপাতা দিয়ে। মুর্শিদাবাদের তক্ষক গ্রামের অনন্ত কাজু, মেয়েদের সাজার জিনিস এবং অন্য নানা সামগ্রী দিয়ে প্রতিমা গড়ে খ্যাতি অর্জন করেছেন। এবার তাঁর উদ্যোগ শালপাতার প্রতিমা। প্রায় ৩০০০ শালপাতা একটার পর একটা জুড়ে প্রতিমার প্রতিটি অংশ ফুটিয়ে তুলেছেন। সময় লেগেছে প্রায় তিন মাস। এই শালপাতার দুর্গাপ্রতিমা রঘুনাথগঞ্জ শহরের সম্মতিনগর বারোয়ারিতে পূজিত হবে। পুজো কমিটির সভাপতি জানিয়েছেন, তাঁরা প্রতিবারই নতুন কিছু করেন। এবারও অনন্তর শালপাতার প্রতিমা বেছে নিয়েছেন। আশা করছেন মানুষকে আকৃষ্ট করবে।
আরও পড়ুন-সম্মোহনের জাদু
প্রতিমার পাশে থাকবে শালপাতার তৈরি বিভিন্ন সাজসজ্জা এবং পরিবেশবান্ধব উপকরণ। এখন থেকেই রঘুনাথগঞ্জ এবং আশপাশের এলাকায় এই শালপাতার প্রতিমা নিয়ে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। অনেকেই আগেভাগে চলে আসছেন প্রতিমা দেখতে। পুজোর দিনগুলিতে বিশাল জনসমাগমের আশা করা হচ্ছে। শালপাতার প্রতিমা এক নিছক শিল্পকর্ম নয়, এটি প্রকৃতি ও শিল্পের এক অসাধারণ মেলবন্ধন। কারণ শালপাতা পরিবেশবান্ধব উপকরণ।