মণীশ কীর্তনীয়া, গঙ্গাসাগর : কুম্ভমেলার থেকেও গঙ্গাসাগর কয়েকগুণ এগিয়ে। এখন গঙ্গাসাগর বারবার বলছেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগরের বালুকাতটে একটি পরিবার তখন ভক্তিভরে সাগরে পুণ্যস্নানে ব্যস্ত। বেশ কিছু সময় ধরে স্নানের পর উঠে এসে পুরোহিত সহযোগে মন্ত্রপাঠ হল। ধরা গেল যিনি এতক্ষণ পুরো বিষয়টি তদারকি করছিলেন সেই দীক্ষা শর্মাকে।
আরও পড়ুন-গঙ্গাসাগরে সাধুদেরও টিকাকরণ
লখনউ-এর মেয়ে। বয়স কম হলেও পারিবারিক সূত্রে বেশকিছু তীর্থস্থানে ঘোরা হয়ে গিয়েছে তাঁর। দীক্ষা বললেন, অনেক জায়গার মতো কুম্ভমেলাতেও গিয়েছি। কিন্তু গঙ্গাসাগরে এসে যা দেখলাম তা অভাবনীয়। বাংলার এই প্রান্তে সাগরপারে কপিলমুনির আশ্রমে এসে বুঝেছি আদি অনন্তকালের প্রবাদ মিথ্যে করে দিয়ে এখন নতুন প্রবাদ, গঙ্গাসাগর এখন বারবার। দীক্ষা বললেন, এখানে যা ব্যবস্থা বাংলার সরকার করেছে তা অন্য কোথাও দেখিনি। এটাই বেস্ট।
আরও পড়ুন-রাজ্যপালকে উপহাস ব্রাত্য বসুর
কুম্ভমেলাতেও এত দারুণ ব্যবস্থা ও আন্তরিকতা দেখিনি। মকরসংক্রান্তির পুণ্যস্নানের আগে গঙ্গাসাগর যেভাবে প্রস্তুত হচ্ছে ও রাজ্য সরকার যেভাবে মেলার প্রস্তুতি নিয়েছে তাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা হবে না। গঙ্গাসাগরে কোভিড হাসপাতাল সহ একাধিক শৌচালয়, কন্ট্রোল রুম, এমারজেন্সি হেলিকপ্টার সবরকম ব্যবস্থাই রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগরে এসে প্রয়োজনীয় যাবতীয় নির্দেশ দিয়ে গিয়েছেন।