জোড়া বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়

১৯৯৯ সাল থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য একাধিকবার শিক্ষা দফতরে আবেদন করেছিল।

Must read

আজ,মঙ্গলবার বিধানসভায় (Bidhansabha) দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (private university) বিল আনা হয়। ‘দ্য রবীন্দ্রনাথ টেগোর ইউনির্ভাসিটি বিল ২০২৪’ এবং ‘রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪’ অধিবেশনে পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এই বিল দু’টি নিয়ে মোট ৬৪টি সংশোধনী আনেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। আগামী বছর জুলাই মাস থেকে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে। বিশ্ববিদ্যালয় দু’টির পরিদর্শক হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-কুলুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত চালক

১৯৯৯ সাল থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য একাধিকবার শিক্ষা দফতরে আবেদন করেছিল। ২০১৮ সালে আবেদনের পর শিক্ষা দফতর এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে। প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গাটি খতিয়ে দেখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে চলতি বছর এই বিশ্ববিদ্যালয় তৈরির ছাড়পত্র দেন। মঙ্গলবার অবশেষে সেই বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিল পাশ উপলক্ষে এদিন বিধানসভায় এসেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান তাঁরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি তৈরি হতে চলেছে হুগলি জেলার ধনেখালিতে। পরিচালনার দায়িত্বে থাকবে কালিপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট। তবে এদিন ব্রাত্য বসু জানান ‘‘টেগোরের জায়গায় ঠাকুর করার বিষয়টি বিবেচনার জন্য আমিও সংশ্লিষ্ট বিভাগের কাছে জানাব।’’

Latest article