প্রতিবেদন : রাজ্যের নববগঠিত পুরসভাগুলিতে এবার থেকে থাকবেন দু’জন করে ডেপুটি মেয়র। কলকাতা ও হাওড়া বাদে রাজ্যের বাকি ৫ পুরনিগমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের পুর আইনের একটি সংশোধনী সোমবার রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে।
আরও পড়ুন-হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন
বিল পেশ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অনেকগুলি পুরসভা নিয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি হচ্ছে। সেখানে দু’জন করে ডেপুটি মেয়র হলে প্রশাসন চালাতে সুবিধা হবে। বিভিন্ন পুরসভার প্রতিনিধিদের মতামতের প্রতিফলন ঘটবে। এই বিলে সেই কাজ অনেক সহজ হল। পুর দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই আসানসোল পুরসভা পরীক্ষামূলক ভাবে দু’জন ডেপুটি মেয়র নিযুক্ত করা হয়েছে। বাকি পুরনিগমগুলিতে কাজের ক্ষেত্রে আরও গতি আনার জন্যই মুখ্যমন্ত্রী কলকাতা ও হাওড়া বাদ দিয়ে বাকি ৫টি পুরসভার ক্ষেত্রে দু’জন করে ডেপুটি মেয়র নিয়োগ করতে তবে কলকাতা ও হাওড়ার ক্ষেত্রে কেন এই নীতি প্রয়োগ করা হবে না তা জানা যায়নি। একই সঙ্গে হুগলি শিল্পাঞ্চল ও বারাকপুর শিল্পাঞ্চল এলাকায় নতুন ৪টি পুরসভা গঠন করার বিষয়ে যে সব জল্পনা চলছিল তা নিয়েও রাজ্য সরকার এখনই কোনও পদক্ষেপ করতে চাইছে না।
আরও পড়ুন-তাপমাত্রা কমবে
উত্তরপাড়া-কোতরং, কোন্নগর এবং রিষড়াকে নিয়ে ১টি পুরসভা, শ্রীরামপুর বৈদ্যবাটি ও চাঁপদানিকে নিয়ে ১টি পুরসভা এবং চুঁচুড়া ও বাঁশবেড়িয়াকে নিয়ে ১টি পুরসভা গঠন করার জল্পনা ছড়িয়েছিল। একই সঙ্গে ভদ্রেশ্বর পুরসভাকে চন্দননগর পুরসভার সঙ্গে মিশিয়ে দেওয়ার কথাও ছিল। কাজ শুরু হয়ে গিয়েছিল বারাকপুর শিল্পাঞ্চলে ১টি পুরসভা গঠন করার বিষয়েও। কিন্তু এখনই এই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে চাইছে না রাজ্য সরকার। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।