প্রতিবেদন : বিজেপির বিরুদ্ধে বারেবারেই টাকা ছড়িয়ে ভোটে জেতার অভিযোগ তুলেছে বিরোধীরা। অভিযোগ করা হয়েছে, বিজেপির আর্থিক আগ্রাসনের কাছে বিরোধীদের জনসমর্থন পদপিষ্ট হয়েছে। সেই অভিযোগের সারবত্তা বাস্তবেও প্রতিফলিত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর তথ্য থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে বিজেপির মোট সম্পত্তির পরিমাণ অন্য ৬টি জাতীয় দলের সম্পত্তির থেকেও অনেক অনেক বেশি।
এডিআরের রিপোর্ট বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির (BJP) মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭.৭৮০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা বহুজন সমাজ পার্টির সম্পত্তি ছিল ৬৯৮.৩৩০ কোটি টাকা।
একেবারেই খারাপ অবস্থা দেশের প্রাচীনতম দল কংগ্রেসের। ২০১৯-২০ অর্থবর্ষে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণের দিক থেকে কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছে সিপিএম। তাদের সম্পত্তির পরিমাণ মাত্র ৫৯৬.৫১৯ কোটি টাকা। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ২৪৭.৭৮০ কোটি টাকা। সিপিআইয়ের সম্পত্তির পরিমাণ ২৯.৭৮০ কোটি টাকা। অন্যদিকে এনসিপির সম্পত্তির পরিমাণ ৮.২০০ কোটি টাকা।
এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, আঞ্চলিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক উত্তরপ্রদেশের অন্যতম বিরোধীদল সমাজবাদী পার্টি। এই দলের সম্পত্তির পরিমাণ মাত্র ৫৬৩.৪৭ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। যাদের সম্পদের পরিমাণ ৩০১ কোটি টাকা। ২৬৭ কোটি টাকার সম্পদের অধিকারী এআইএডিএমকে রয়েছে তৃতীয় স্থানে। এডিআরের পরিসংখ্যান থেকে বোঝা যায়, ২০১৯ সালে জাতীয় রাজনৈতিক দলগুলির মোট সম্পদের ৭০ শতাংশই ছিল বিজেপির (BJP) দখলে।