সংবাদদাতা, হাওড়া : শহরের পর এবার হাওড়ার (Howrah) গ্রামীণ এলাকাতেও ভাঙছে বিজেপি (BJP)। বিজেপির (BJP) হাওড়া(Howrah) জেলার (গ্রামীণ) প্রাক্তন সভাপতি গৌতম রায় ও যুবমোর্চার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উলুবেড়িয়া ও আশপাশের এলাকার প্রায় ১ হাজার জন তৃণমূলে যোগ দিলেন। রবিবার উলুবেড়িয়ায় আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। ছিলেন যুব তৃণমূলের হাওড়া জেলার (গ্রামীণ) সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। উলুবেড়িয়া পুরভোটের আগে বিজেপিতে এইরকম বড়সড় ভাঙন ধরায় আরও বেকাদায় পড়ল জেলার গ্রামীণ এলাকার গেরুয়া শিবির। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে জেলার প্রাক্তন সভাপতি গৌতম রায় বলেন, ‘বঙ্গ বিজেপিতে নীতি আদর্শ বলে এখন আর কিছু নেই। এই রাজ্যে এখন একজনের কথায় বিজেপি চলছে। দলে পুরনো কর্মীদের কোনও মর্যাদা নেই। অন্য দল থেকে আসা দুর্নীতিগ্রস্ত নেতারা এখন এই রাজ্যে বিজেপিকে চালাচ্ছে। এদিন এলাকার এক হাজার বিজেপি কর্মী-সমর্থক দল ছেড়েছেন। আগামী কিছুদিনের মধ্যে আরও অনেক কর্মী-সমর্থক বিজেপি ছাড়বেন।’ মন্ত্রী পুলক রায় বলেন ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে শামিল হতেই তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন ওঁরা। আমাদের দলীয় নিয়ম মেনে শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে এদিন ওঁদের তৃণমূলে যোগদান করানো হল।’ প্রাক্তন যুবমোর্চার নেতা সুদীপ তৃণমূলে যোগ দিয়ে বলেন, ‘বিজেপি এখন বিক্রি হয়ে গিয়েছে। যাঁদের মানসম্মান আছে তাঁরা এখন আর বিজেপিতে থাকতে পারবেন না।
আরও পড়ুন-উন্নয়নের বার্তা দিয়েই ভোট প্রচার