সংখ্যালঘু ভেবে হিন্দু প্রৌঢ়কে পিটিয়ে মারল বিজেপি নেতা

Must read

প্রতিবেদন : একদিকে ভয়ঙ্কর সংখ্যালঘু বিদ্বেষ, অন্যদিকে আইনশৃঙ্খলার অবনতি। বিজেপি শাসিত রাজ্যগুলির হাল দেখলে চমকে উঠতে হয়। আর এবার মুসলিম সন্দেহে হিন্দু প্রৌঢ়কে খুনের ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। রাজ্যের মানসা এলাকার নিমাচে সংখ্যালঘু সন্দেহে এক প্রবীণ ব্যক্তিকে পিটিয়ে খুন করা হল। ঘটনায় অভিযুক্ত দীনেশ কুশওয়াহাকে চিহ্নিত করেছে পুলিশ। গেরুয়া দলের ওই সক্রিয় কর্মী নিমাচের এক বিজেপি নেত্রীর স্বামী। পিটিয়ে খুনের তদন্তে পরে জানা যায়, মৃত ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের মানুষ৷ তাঁর নাম ভবরলাল জৈন। নেট মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ৬৫ বছরের বৃদ্ধকে বিনা অপরাধে বেধড়ক মারধর করছে এক ব্যক্তি। ওই ব্যক্তি প্রবীণের কাছে তাঁর আধার কার্ড দেখতে চায়। জিজ্ঞাসা করে, তোর নাম কি মহম্মদ? তুই কি জাবড়া থেকে এসেছিস? এরপরই ওই বৃদ্ধকে এলোপাথাড়ি মারতে থাকে দীনেশ। দীনেশের হামলায় হতভম্ব প্রৌঢ় দীনেশকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রবল মারে মারাই যান তিনি। মৃতের ভাই রাকেশ জৈন দাদার দেহটি শনাক্ত করেন। দীনেশের বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বিজেপি রাজ্যে (Madhya Pradesh) গেরুয়া বাহিনীর দুষ্কৃতীর কাণ্ডে তীব্র ধিক্কার সর্বত্র।

আরও পড়ুন: মনীষীদের অপমান ত্রিপুরার শিক্ষামন্ত্রীর

Latest article