প্রতিবেদন : নামেই স্মার্টসিটি আগরতলা (Agartala)। বাস্তবের ছবি কিন্তু অন্য। মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই বানভাসি হয়ে যায় বিজেপি শাসিত ত্রিপুরার রাজধানী। অথচ রাজ্যের সরকার এবং পুরসভা দুটোই এখন গেরুয়া দলের হাতে। প্রশাসনিক কাজে এই বিজেপি কত ব্যর্থ, আগরতলার জলছবি তারই দৃষ্টান্ত। জলে ডোবা রাজধানীর ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। বেহাল শহরের বিভিন্ন প্রান্তে প্রায় এক কোমর জল। জল যন্ত্রণায় বিপন্ন জনজীবন। নিজেদের অপদার্থতার দায় অন্যদের ঘাড়ে চাপাতে যখন বিজেপি ব্যস্ত, তখন তাদের দলেরই এক নেত্রীর নির্লজ্জ কাণ্ডে ছি ছি পড়ে গিয়েছে। এক জনপ্রতিনিধির অমানবিক আচরণে হতবাক সাধারণ মানুষ। বাধারঘাটের বিজেপি বিধায়ক (BJP MLA Mimi Majumdar) মিমি মজুমদারের কাণ্ড ঘিরে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়াতেও। জল জমার পরিস্থিতি পরিদর্শনে এসে পায়ে কাদা লেগেছিল মিমি মজুমদারের। আর তা পরিষ্কার করার জন্য স্থানীয় এক মহিলাকে দিয়ে নিজের পা ধুইয়েছেন বিজেপি বিধায়ক। ঘটনার ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক মিমির পা নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন এক মহিলা। মিমির (BJP MLA Mimi Majumdar) নির্দেশেই জলকাদা মাখা পা ধুয়ে দিতে হয় ওই মহিলাকে। প্রকাশ্যে এমন অসংবেদনশীল ও রুচিহীন আচরণ বিজেপি বিধায়কের। ঘটনার ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার শাসক বিজেপির তীব্র সমালোচনা করেছে। ঘাসফুল শিবিরের বক্তব্য, বিজেপি নেতাদের ঔদ্ধত্য ও অসভ্যতা আরও একবার সামনে এসেছে। অসমের শিবু মিশ্রর পর এবার ত্রিপুরার মিমি মজুমদার। মানুষের দুর্ভোগে বিন্দুমাত্র সহানুভূতি নেই। ত্রিপুরার মানুষ এই ঘটনা ভুলবে না। ২০২৩-এ এই স্বেচ্ছাচারী মনোভাবের জবাব পাবে তারা।
আরও পড়ুন: আইনি গেরোয়