প্রতিবেদন : এসআইআর ফর্ম নিয়ে ‘জাগোবাংলা’য় বুধবার মুখ্যমন্ত্রী সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বুধবার বিএলওদের একটি সংগঠনের তরফে প্রেস বিবৃতিতে যা বলা হয়, বহু মিডিয়া তা প্রকাশ করে। বহু সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত/প্রচারিত হওয়ার ভুলবশত আমরাও সেটি প্রকাশ করি। বিএলওদের ওই সংগঠনের বিবৃতিকে বিশ্বাস করে ভুলটি করে মিডিয়া। পরে জানা যায়, সেটি ভুয়ো প্রেস বিবৃতি৷ একটি মহল থেকে ইচ্ছাকৃতভাবে তা ছড়ানো হয়েছিল৷ সেজন্য আমরা দুঃখিত। কেন, কোন উদ্দেশ্যে ওই সংগঠন মুখ্যমন্ত্রী সংক্রান্ত ওই ভুয়ো বিবৃতি রটালেন এবং তার পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেটা এখন স্পষ্ট। বাস্তব বিষয়টি আজ মাননীয়া মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ বিবৃতিতে জানিয়েছেন। তা সবিস্তারে প্রকাশিত হল।

