সংবাদদাতা, জঙ্গিপুর : জলের পাইপ থাকলেও দীর্ঘদিন ঠিকমতো জল পান না ফরাক্কা ব্লকের খুন্তিপাড়া, ঘাটপাড়া, নিউ ফরাক্কা, লোহাপট্টি, বিন্দুগ্রাম, সৎগোপপাড়া, হাড্ডিবোনার মতো বেশ কিছু এলাকার কয়েক হাজার বাসিন্দা। কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকশো পুরুষ-মহিলা তাই ঘেরাও করেন ফরাক্কা বিডিও অফিস।
আরও পড়ুন-জলবন্দি গ্রামবাসীদের দুয়ারে ত্রাণ নিয়ে মানবিক পুলিশ
মহিলারা বসে পড়েন বিডিও-র ঘরের সামনে। যদিও পরে বিডিও জুনায়েদ আহমেদ অফিসে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলায় তাঁরা অবরোধ তুলে নেন। বিন্দুগ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, তাঁদের গ্রামের রেশন ডিলার কোনও বাড়ি এসে গিয়ে রেশন কার্ডের আধার লিঙ্ক করছেন না। উল্টে হুমকি দিচ্ছেন। যাঁদের আধার লিঙ্ক হয়ে গেছে তাঁদেরও উনি ঠিকমতো মাল দেন না। এই অভিযোগ নিয়ে বিডিও অফিস ঘেরাও করা হয়। বিডিও বলেন, ‘বিক্ষোভকারীদের সব অভিযোগ শুনেছি। প্রশাসন দ্রুত সমাধানের চেষ্টা করবে।’ তাঁর এই আশ্বাস মেলায় অবরোধ উঠে যায়।