সংবাদদাতা, শ্রীরামপুর : ৬২৯ বছরের প্রাচীন শ্রীরামপুর মাহেশের জগন্নাথদেবের মন্দিরের চূড়ায় স্থাপিত হবে নীলচক্র। শুক্রবার মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী শ্রীক্ষেত্র পুরীতে গিয়ে নীলচক্র স্থাপন নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। পিয়ালবাবু জানান, খুব শীঘ্রই বাংলার জন্য এক শুভ মুহূর্ত আসছে। এই নীলচক্র স্থাপনের মধ্য দিয়ে প্রভু জগন্নাথদেব আগামী দিনে সকল ভক্তকে আশীর্বাদে ভরিয়ে দেবেন। সমস্ত বাধা-বিপত্তি থেকে বাংলার দশ কোটি মানুষের পরিবার প্রভুর আশীর্বাদে সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে।
পিয়ালবাবু জানান, আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে রথের সময় মাহেশে এসেছিলেন। সেই সময় ট্রাস্টি বোর্ডের তরফে তাঁকে অনুরোধ করেছিলাম যে, দিদি এত প্রাচীন এবং ঐতিহ্যশালী আমাদের এই জগন্নাথদেবের দেবালয়, যার ইতিহাস পৃথিবীর মানুষ জানেন। কিন্তু খুবই পরিতাপের বিষয়, এই মন্দিরটি অত্যন্ত অবহেলায় অযত্নে পড়ে রয়েছে। তাই আপনার কাছে এই মন্দির সংস্কারের অনুরোধ রইল। আমাদের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী এই মন্দির সংস্কারের ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন মাহেশকে বাংলার পর্যটন মানচিত্রেও তুলে আনা হবে। প্রতিশ্রুতিমতো মাত্র তিন বছরের মধ্যে মাহেশের জগন্নাথদেবের মন্দির এক অনিন্দ্যসুন্দর রূপ পেয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রাকে দর্শনের জন্য হাজার হাজার ভক্ত ভগবানের আশীর্বাদ নিতে মাহেশের মন্দিরে আসেন।