মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ২রা মে শুক্রবার ৯.৪৫ মিনিটে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে।

Must read

চলতি বছরে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার ৭০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ২রা মে শুক্রবার ৯.৪৫ মিনিটে ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে। তার আগে নটার সময় পর্ষদ কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে। গত বছরও এই দিনই ফল প্রকাশ হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ই ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২শে ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ অর্থাৎ গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

আরও পড়ুন-ডায়মন্ডহারবার পুলিশ জেলাতে বসছে ৫০০ সিসি ক্যামেরা

প্রথমে ৩০ এপ্রিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানা যায়। এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন।

Latest article