প্রতিবেদন : দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে এবার কান্দি মহকুমার পাঁচথুপি, গোকর্ণ ও কান্দি সাবস্টেশনে তিনটি ১০ এমকেভির ট্রান্সফর্মার বসাচ্ছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ফলে গরমের সময় পাওয়ার কাট ও লো ভোল্টেজ সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। মাঠের সাবমার্সিবল পাম্পে নিয়মিত বিদ্যুৎ না মেলায় ধানের জমিতে সেচের কাজেও বিঘ্ন ঘটছে। বিশেষত ভরতপুর, সালার ও বড়ঞা ব্লকে এই সমস্যা বেশি। এখন পাঁচথুপি ও কান্দি সাবস্টেশন থেকে বড়ঞা ব্লকে বিদ্যুৎ সরবরাহ হয়। সেখানে প্রায়ই লো ভোল্টেজ, পাওয়ার কাটের সমস্যা দেখা যায়। খোদ কান্দি শহরেও রয়েছে বিদ্যুতের সমস্যা। বিভিন্ন পুর ওয়ার্ডে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা লেগে থাকে।
আরও পড়ুন-নৈহাটি ব্রাত্যজনের নাট্যোৎসব
কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, এই সমস্যা মেটানোর জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে অনেকবার দরবার করা হয়েছে। অবশেষে এই মহকুমায় তিনটি বড় ট্রান্সফর্মার বসাচ্ছে তারা। ফলে মহকুমাজুড়ে বিদ্যুতের সমস্যা মিটবে বলে আশা করছি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কান্দি ডিভিশন সূত্রে জানা যায়, মহকুমার বিদ্যুৎ সমস্যা মেটাতেই তিনটি ট্রান্সফর্মার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কান্দি সাবস্টেশনের কাজ শুরুও হয়েছে। গোকর্ণ সাবস্টেশনে কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। পাঁচথুপিতেও ট্রান্সফর্মার চলে আসবে। ফলে নতুন করে ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগও পাবেন। অতিরিক্ত ৭০টি সাব ট্রান্সফর্মার বসবে। তার ফলে গ্রামাঞ্চলেও বিদ্যুতের সমস্যা মিটে যাবে। বণ্টন সংস্থার কান্দি ডিভিশনাল ইঞ্জিনিয়ার কিবরিয়া খানের কথায়, নতুন ৩টি ট্রান্সফর্মার চালু হলে এলাকায় পাওয়ার কাট ও লো ভোল্টেজের সমস্যা মিটে যাবে।