শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের (Mental health of teachers) অবস্থা জানতে দেশের সব রাজ্যের সরকারি স্কুলগুলিতে সমীক্ষা চালানো হবে। কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের ‘মনোদর্পণ’ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গে এই সমীক্ষার (Mental health of teachers) কাজ চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। ‘মেন্টাল ওয়েলবিয়িং অফ টিচার্স সার্ভে’-এর আওতায় এই সমীক্ষার কাজ হবে।
পর্ষদের তরফে রাজ্যের বিভিন্ন স্কুলে সমীক্ষার জন্য নির্দেশিকাতেই একটি লিঙ্ক দেওয়া হয়েছে। ওই লিঙ্কে একটি শিটে গিয়ে সংশ্লিষ্ট স্কুলকে তাদের শিক্ষকদের সমস্ত তথ্য আপলোড করতে হবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে শিক্ষকদের সম্পর্কে তথ্য আপলোড করে দিতে হবে। এই তথ্য জমা পড়ার পরই সমীক্ষার কাজ শুরু করা হবে।
শুধুমাত্র প্রধানশিক্ষকদের নয় একইসঙ্গে কাজ শুরু করতে বলা হয়েছে স্কুল শিক্ষা দফতরের কমিশনারকেও। দেশের অন্য রাজ্যগুলিতেও এই সমীক্ষা শুরু হয়ে গিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর।
আরও পড়ুন- বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের থেকে ভালো অবস্থায় পাকিস্তান! কেন পিছলো দেশ? সরব বিরোধীরা