প্রতিবেদন : মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে আপত্তিকর কথা লেখার জন্য কড়া ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ। বাতিল করে দেওয়া হল ১১ জন পরীক্ষার্থীর খাতা। এই পরীক্ষার্থীদের খাতা দেখে যারপরনাই বিস্মিত পরীক্ষকেরা। তাঁরাই এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন পর্ষদের। একটি খাতায় কিছুই লেখেননি পরীক্ষার্থী। একজন লিখে রেখেছেন ছবির সংলাপ। আর একজন জানিয়েছেন, কিছুই লিখতে চান না তিনি।
আরও পড়ুন-মাধ্যমিকে নজর কাড়ল আদিবাসীরা
উত্তরপত্রে উত্তরের কোনও বালাই নেই। এইরকম আরও অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে পরীক্ষকদের। মূল্যায়নটা হবে কীভাবে? প্রশ্ন উঠেছে পরীক্ষার্থীদের মানসিকতা নিয়ে, নৈতিকতা নিয়ে। এই কারণেই ওই পরীক্ষার্থীদের স্কুলগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের অভিভাবকদের ডেকেও এ-বিষয়ে সতর্ক করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। প্রয়োজনে আপত্তিকর উত্তরপত্র সামনে রেখে দেখানো হবে পড়ুয়াদের কীর্তি। এককথায় উত্তরপত্রে পরীক্ষার্থীদের কুকথার প্রেক্ষিতে অভূতপূর্ব কড়া ব্যবস্থা নিচ্ছে পর্ষদ।