আমেরিকায় একই পরিবারের আট সদস্যের দেহ উদ্ধার

দক্ষিণ উটাহ প্রদেশের সল্টলেক সিটি থেকে প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিম ইনোক সিটিতে এই ঘটনা ঘটেছে। ওই শহরে প্রায় ৮ হাজার মানুষ বাস করেন

Must read

প্রতিবেদন : একই পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। ঘটনাটি এদেশের নয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সেদেশের দক্ষিণ উটাহ রাজ্যের একটি বাড়িতে একই পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। যার মধ্যে ৫টি শিশু। প্রত্যেকের শরীরেই ছিল একাধিক গুলির চিহ্ন। কে বা কারা এবং কী কারণে ওই পরিবারের ৮ জনকে খুন করল তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন-রুশ ইঞ্জিনিয়ারের কপাল ও চোখে ভারী আঘাতের চিহ্ন

দক্ষিণ উটাহ প্রদেশের সল্টলেক সিটি থেকে প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিম ইনোক সিটিতে এই ঘটনা ঘটেছে। ওই শহরে প্রায় ৮ হাজার মানুষ বাস করেন। ইনোকের সিটি ম্যানেজার রব ডটসন জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ওই পরিবারের সদস্যদের কাউকে বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি। প্রতিবেশীরা খোঁজখবর করলেও ওই পরিবারের কারও খবর মেলেনি। সংশ্লিষ্ট পরিবারের কারও খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে বুধবার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর বাড়ির দরজা ভেঙে ভেতর থেকে ৮টি দেহ উদ্ধার করে। যার মধ্যে পাঁচটি শিশু প্রত্যেকের শরীরেই ছিল গুলির চিহ্ন।

আরও পড়ুন-গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

ডটসন আরও জানিয়েছেন, কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই খুনের কিনারা করতে পুলিশকে সহযোগিতা করছেন গোয়েন্দা বাহিনী। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই এই মৃত্যুরহস্যের কারণ উদঘাটিত হবে। শহরের গভর্নর স্পেনসার কক্স মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, পুলিশ খুব শীঘ্রই আততায়ীদের গ্রেফতার করবে। আততায়ীরা কেউই পার পাবে না। পাশাপাশি এ ঘটনায় সাধারণ মানুষের চিন্তা ও উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছেন তিনি। গভর্নর দাবি করেছেন সাধারণ মানুষের জীবন যথেষ্টই সুরক্ষিত ও নিরাপদ আছে।

Latest article