সংবাদদাতা, জলপাইগুড়ি : খারাপ আবহাওয়া। জম্মুতে নিহত ধূপগুড়ির ৫ শ্রমিকের দেহ ফিরল না নির্ধিরিত দিনে। রাজ্য প্রশাসনের তৎপরতায় বিমানের বদলে জম্মু থেকে দেহ আনা হচ্ছে গাড়িতে। আজ মঙ্গলবার ধূপগুড়িতে পৌঁছবে নিথর দেহগুলি। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে সবরকম ব্যবস্থা।
আরও পড়ুন-নতুন উড়ান সংস্থা
শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বিপর্যয় মোকাবিলা দলও সকাল থেকে গ্রামে উপস্থিত থাকবে। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘আবহাওয়া খারাপ। দেহগুলি আনার সময় যদি কোনওরকম সমস্যা হয় তার জন্য বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রয়েছে।’’ মৃত্যুর খবর পেয়েই মৃত শ্রমিকদের পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শোকর্ত পরবারগুলির জন্য প্রশাসনের তরফে মেডিক্যাল টিম গড়া হয়েছে। সৎকারের ব্যবস্থাও করা হয়েছে।