কুয়েতে দুর্ঘটনায় মৃত বাঙালি শ্রমিকের দেহ ফিরছে দাঁতনে

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাঙালি শ্রমিকের। মেদিনীপুর শহরের শরৎপল্লিতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া।

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাঙালি শ্রমিকের। মেদিনীপুর শহরের শরৎপল্লিতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া।কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাঙালি শ্রমিকের। মেদিনীপুর শহরের শরৎপল্লিতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া। মৃত শ্রমিকের নাম দ্বারিকেশ পট্টনায়েক (৫২)। দাঁতনের তুরকাতে আদি বাড়ি হলেও বছর পাঁচেক আগে মেদিনীপুর শহরে নিজের জমিতে বাড়ি তৈরি করান বাঙালি এই পরিযায়ী শ্রমিক। স্ত্রী অন্তরা এবং কন্যা থাকতেন মেদিনীপুর শহরের শরৎপল্লির বাড়িতেই। বিদেশ মন্ত্রকের উদ্যোগে সমস্ত ভারতীয় শ্রমিকের মৃতদেহই ওখান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পরিবার জানিয়েছে, কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারকে।

আরও পড়ুন-টাইম ল্যাপসই মেগা বাঁচানোর সহজ পন্থা

কবে মৃত শ্রমিকের দেহ বাড়িতে এসে পৌঁছবে তা এখনও জানেন না বাড়ির লোকেরা। কোচি হয়ে মৃতদেহ রওনা হয়েছে বলে খবর। বছরখানেক আগে শেষবারের মতো মেদিনীপুর এসেছিলেন দ্বারিকেশ। কুয়েতের এক বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন। কথা ছিল এই বছর দুর্গাপুজো ও মেয়ের জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বরে কুয়েত থেকে মেদিনীপুরে ফিরবেন। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় জীবদ্দশায় আর বাড়ি ফেরা হল না বাঙালি পরিযায়ী শ্রমিকের। কফিনবন্দি দেহটা কখন মেদিনীপুরের মাটিতে ফিরবে, সেদিকে তাকিয়ে গোটা পরিবার।

Latest article