মহেশতলায় ব্যবসায়ীর দেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সাউ। পেশায় চাল ব্যবসায়ী।

Must read

সংবাদদাতা, মহেশতলা : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু। শনিবার রাত থেকে তাঁর খোঁজ মিলছিল না। রবিবার সকালে নিজের গাড়ির মধ্যে থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম উত্তম সাউ (৩৮)। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে মৃত্যু, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম সাউ। পেশায় চাল ব্যবসায়ী। তাঁর নিজের একটি ছোট লরিও আছে। সেই গাড়িতে চাল পাঠানো হত।

আরও পড়ুন-নাগপুরে বার্ড ফ্লু-য়ে মৃত্যু তিনটি বাঘ ও একটি চিতাবাঘের

পরিবার বলছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উত্তম। শুক্রবার পর্যন্ত পরিবারের সঙ্গে ফোনে কথা হলেও শনিবার রাত থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। সাধারণ ভাবে গাড়িটি আকরা নতুন পোলের কাছে ২৫৯ নম্বর বাসস্ট্যান্ডে থাকে। রবিবার সকালে সেই গাড়িটির মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গাড়ির খালাসি দেবব্রত গিরি প্রথম দেখতে পান। খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানা ও উত্তমের বাড়িতে। মৃতদেহ উদ্ধারে গিয়ে পুলিশকে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। স্থানীয়রা দ্রুত ওই ঘটনার তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দেনার দায়ে আত্মহত্যা নাকি খুন, তদন্তে নেমেছে পুলিশ।

Latest article