সংবাদদাতা, বারাকপুর : নিখোঁজ উপপ্রধান তথা তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ির ছাদের পরিত্যক্ত একটি ঘর থেকে উত্তর বারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের (৬৭) ঝুলন্ত দেহ মিলেছে। নোয়াপাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ছটা নাগাদ সত্যজিৎবাবু বাড়ি থেকে বের হন। তারপর আর তাঁর কোনও খোঁজ মেলেনি।
আরও পড়ুন-২৪ ঘন্টার মধ্যেই কসবাকাণ্ডে মাস্টারমাইন্ড গ্রেফতার হল বর্ধমানে
দলীয় কার্যালয় বা পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর খোঁজ পাওয়া যায়নি। রাত ন’টার পর থেকে তাঁর মোবাইল ফোনও অফ হয়ে যায়। ফলে পরিচিতরা তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। রাতে না ফেরায় নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির ছাদের একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সত্যজিৎবাবু উত্তর বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। ১৯৮৪ সাল থেকে তিনি টানা নির্বাচিত হয়ে আসছেন। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দল তাঁকে উপপ্রধানের দায়িত্ব দেয়। উত্তর বারাকপুরের আনন্দমঠ বি-ব্লকে তাঁর বাড়ি। সম্প্রতি তাঁর বাড়িতে সংস্কারের কাজ চলছে। তাই পাশের একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে ভাড়া থাকছিলেন। বাড়িতে তাঁর মা, স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। শনিবার সকালে ওই ভাড়াবাড়িরই ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান মলয় ঘোষ বলেন, বৃহস্পতিবার বিকেলেও পুরসভায় সত্যজিতের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তাঁর কথাবার্তা ও আচরণের মধ্যে আমি কোনও অস্বাভাবিকতা পাইনি। শুক্রবার পরিবারের লোকেরা আমাকে তাঁর নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। আজ সকালে তাঁর দেহ উদ্ধারের খবর পেয়ে আমি হতবাক। ঠিক কী ঘটেছে জানতে পুলিশ তদন্ত করছে।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…