প্রতিবেদন: একবিংশ শতকেও নজিরবিহীন কুসংস্কারের অন্ধকার। তার জেরে পরিবেশ সুরক্ষা নিয়ে এবার বড় প্রশ্ন উঠে গেল।
বুধবার প্রয়াত অযোধ্যার (Ajodhya) প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকে জলসমাধির নামে বিসর্জন দেওয়া হল সরযূ নদীতে। সেই জলসমাধির ছবি এখন ভাইরাল। এমনকী মৃতদেহ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য তাতে পাথর বেঁধে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে নামবদল ঢাকা স্টেডিয়ামের
পরিবেশবিদরা আশঙ্কিত, হিন্দুত্ববাদী ঐতিহ্যের নাম করে এভাবে নদীদূষণ হতে থাকলে তারপর পরিবেশ সুরক্ষার কী নিশ্চয়তা থাকছে? কেন্দ্রীয় সরকার যখন নদীদূষণ রোধ করার ক্ষেত্রে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, তখন বিজেপি নেতাদের মদতে মৃতদেহ ফেলা হচ্ছে মাঝনদীতে! বিরোধীরা বলছেন, করোনা মহামারীর সময় মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া যোগী সরকার ফের আরেকটি দায়িত্বজ্ঞানহীন কাজের নজির গড়ল। যেখানে ধর্মের নামে চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যকে।