আদিবাসী ছাত্রীর দেহ উদ্ধার, বিক্ষোভ

আসানসোল ইঞ্জিনিয়ারিং

Must read

সংবাদদাতা, আসানসোল : আসানসোল (Asansol) ইঞ্জিনিয়ারিং কলেজের বিসিএ ছাত্রী কোয়েল হাঁসদার (২২) ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বুধবার সকালে। হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোরতম শাস্তির দাবিতে বুধবার সকাল থেকেই বিশাল সংখ্যক আদিবাসী মানুষ হীরাপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। কোয়েলের বাবা মিঠানি হাইস্কুলের শিক্ষক লক্ষ্মীনারায়ণ হাঁসদা মঙ্গলবার সকালে হীরাপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তিনি জানান, ২৭ মার্চ সোমবার থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহবশত তিন যুবকের নাম পুলিশকে (Police) জানান তিনি। তাদের একজনকে হীরাপুর থানার পুলিশ আটক করতে সমর্থ হয়। বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতেই বার্নপুর নিউ টাউন এলাকার ১২ নম্বর রাস্তা থেকে কোয়েলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করলেও কোয়েল থাকতেন ছোটদিঘারী ভুলামাখা সাঁওতালপাড়ার নিজেদের বাড়িতেই। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় হীরাপুর থানার পুলিশ।

আরও পড়ুন-ঘৃণাভাষণ বন্ধ করতে রাজনীতি ও ধর্মকে আলাদা করা দরকার

Latest article