রেসকোর্স থেকে উদ্ধার যুবকের দেহ

পুলিশও প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে। মৃতের পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Must read

বছরের প্রথম সপ্তাহের শনিবারের সকালে কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। রেসকোর্স (Kolkata Race Course)এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সামশাদ। এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন তিনি। এদিন সকালে, রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে আধঝোলা অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে ফের অনার কিলিং, দিদিকে খুন করে মাটিতে পুঁতল ভাই

কুয়াশা ঘেরা রেসকোর্সের সকালে একেবারে রাস্তার ধারে যুবকের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি খুন করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে যুবককে, তার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়দের একাংশেরও অনুমান কাজ না থাকায় টাকার অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পুলিশও প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে। মৃতের পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Latest article