কারারা, ৬ নভেম্বর : চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে (India Vs Australia) ৪৮ রানে হারিয়ে টি ২০ সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত। শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর বল হাতে ভারতের জয়ের রাস্তা গড়ে দিয়েছেন। শিবম দুই ওভারে দুই উইকেট নিয়েছেন। মিচেল মার্শ ও টিম ডেভিড তাঁর শিকার। আগের ম্যাচে ওয়াশিংটনকে যেখানে বলই দেওয়া হয়নি, এদিন তিনি ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নিয়েছেন। তবে ব্যাটে-বলে ভাল করে ম্যাচের সেরা হন অক্ষর প্যাটেল। বুমরা ৪ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।
ভারত (India Vs Australia) ১৬৭-৮ তোলার পর অস্ট্রেলিয়ার সামনে মোটামুটি সহজ টার্গেট ছিল। কিন্তু ৩৭ রানে ম্যাথু শর্টকে (২৫) অক্ষর বোল্ড করে দেওয়ার পর নিয়মিত উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ সবথেকে বেশি ৩০ রান করেছেন। বাকিরা পরপর আউট হয়েছেন। জস ইনগ্লিশ ১২, টিম ডেভিড ১৪, জস ফিলিপ ১০, মার্কাস স্টয়নিস ১৭ রানে আউট হয়েছেন। অনেকদিন বাদে ফিরে গ্লেন ম্যাক্সওয়েল বরুণের বলে ফিরে যান ২ রান করে। এরপর বেন ডারসুইস ৫, জেভিয়ার বার্টলেট ০, অ্যাডাম জাম্পা ০ রানে আউট হয়েছেন। ১৯ বল বাকি থাকতেই ইনিংস শেষ হয়েছে অস্ট্রেলিয়ার।
ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও শিবম, ওয়াশিংটন জয়ের পথ সহজ করেছেন। একটি করে উইকেট নেন অর্শদীপ, বুমরা, বরুণ। কিন্তু জিতে সূর্যরা সিরিজে এগিয়ে গেলেও অনেকগুলি প্রশ্ন থেকে যাচ্ছে। সঞ্জু স্যামসনকে সরিয়ে ওপেনিংয়ে এসে শুভমন এই নিয়ে ১১টি টি ২০ ম্যাচে ২৩০ রান করেছেন। তাঁকে ভবিষ্যতের টি ২০ অধিনায়ক ভাবা হচ্ছে। কিন্তু ব্যাটে রান কোথায়? অভিষেক শর্মা ১৬ ম্যাচে ৭৩৩ রান করলেও তাঁর উপর দল বোধহয় বেশি ভরসা করছে। আর সূর্য কেন জানি ফর্ম হারিয়ে বসেছেন। কিন্তু এরপরও রিঙ্কু সুযোগ পাচ্ছেন না। নীতীশের চোট ছিল। চতুর্থ ম্যাচে তাঁকেও খেলানো হয়নি। টিম ম্যানেজমেন্ট বোধহয় বুঝেই উঠতে পারছে না যে কোনটা সেরা একাদশ হতে পারে!
আরও পড়ুন-ল্যান্ডমার্ক সেলিব্রেশন! শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
গোল্ড কোস্টে লোকে ঘুরতে আসে। এখানে ক্রিকেটের সঙ্গে ঘোরাও হয়ে গেল অনেকের। কিন্তু ভারতীয়দের জন্য ব্যাপারটা আরও বেশি উপভোগ্য হল জয়ের জন্য। আসলে ২০ ওভারে ১৬৮-৮ মোটেই ভাল স্কোর নয়। আর কারারা স্টেডিয়ামের উইকেট এমন কিছু ছিল না যে ভারতীয় ব্যাটিং এত সাদামাটা হবে। অ্যাডাম জাম্পা আর নাথান এলিস তিনটি করে উইকেট নিয়েছেন। এতে একটা জিনিস স্পষ্ট। আলাদা করে এই উইকেট স্পিনার বা সিমারদের সাহায্য করেনি।
অভিষেক শর্মা ও শুভমন গিল ৫৬ রান তুলে ফেলার পর ভারত প্রথম উইকেট হারিয়েছে। অভিষেক ২৬ ও শুভমন ৪৬ রান করেছেন। এছাড়া শিবম দুবে ২২, সূর্যকুমার যাদব ২০, তিলক ভার্মা ৫, জিতেশ শর্মা ৩ ও ওয়াশিটন সুন্দর ১২ রান করেছেন। এতে একটা জিনিস খুব স্পষ্ট যে ভারতীয় ব্যাটাররা উইকেটে থিতু হয়ে তারপর আউট হয়েছেন। যখন মনে হচ্ছিল এদের মধ্যে কেউ বড় রান করবেন তখনই উইকেট দিয়ে চলে গিয়েছেন।
অভিষেক সিরিজের শুরুটা ভাল করে এখন তাড়াতাড়ি ফিরছেন। শুভমন সেই এশিয়া কাপ থেকে খারাপ ফর্মে রয়েছেন। এদিন তিনি যখন বড় রান করতে যাচ্ছেন তখনই উইকেট দিয়ে গেলেন এলিসকে। আড়াআড়ি শট খলতে গিয়ে বোল্ড হয়ে যান। তবে সূর্য বেশ ভাল শুরু করেছিলেন। কিন্তু ১০ বলের ইনিংস শেষ হয়ে গেল বার্টলেটের বলে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এদিন শিবমকে উপরে তুলেছিল। কিন্তু তাতে লাভ হয়নি।
জিতেশ আগের দিন সামান্য ক’টা বল খেললেও ব্যাটে-বলে করতে পেরেছিলেন। তাই এদিন সঞ্জু স্যামসনকে বাইরে রেখে তাঁকে নিয়ে খেলতে নেমেছিল ভারত। কিন্তু তাতে লাভ হয়নি। মাত্র চারটি বল খেলেছেন জিতেশ। অলরাউন্ডার ওয়াশিংটন টিকেছিলেন ৭ বল। তবু ইনিংসের শেষদিকে অক্ষর ২১ রান করে নট আউট থেকে গেলেন। ১১ বলের ইনিংসে ১টি চার ও ১টি ছক্কা।
তিলক ধারাবহিকভাবে ব্যর্থ হচ্ছেন। শিবমের ভূমিকা কোথায় ব্যাটিঁং না বোলিংয়ে বোঝা যাচ্ছে না। ওয়াশিংটন মাঝেমাঝে কিছু অবদান রেখে যাচ্ছেন। না হলে বলার মতো নয়। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তবু রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ উইনারকে বাইরে রেখে দিয়েছে। কুলদীপও যথারীতি বাইরে। আর অক্ষর নিয়মিত রান করছেন তবু তাঁকে অনেক পিছনে নামানো হয়েছে।

