ছেলে চাপে পড়বে, তাই সাজঘরে শচীন

ছেলের আইপিএলে অভিষেক ম্যাচের সময়ও ড্রেসিংরুমে বসেছিলেন। ডাগ আউটে যাননি। শচীন-পুত্রের আইপিএল অভিষেকে উচ্ছ্বসিত শাহরুখ খানও

Must read

প্রতিবেদন : ছেলে অর্জুনের আইপিএল অভিষেকে আবেগপ্রবণ হয়ে পড়লেও যাবতীয় আবেগ ঢেকে সংযত ছিলেন শচীন তেন্ডুলকর। তবে কেকেআরের বিরুদ্ধে মুম্বই ম্যাচ জেতার পর আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ম্যাচে অর্জুনের খেলা দেখতে কখনও তিনি মাঠে যাননি। ছেলের আইপিএলে অভিষেক ম্যাচের সময়ও ড্রেসিংরুমে বসেছিলেন। ডাগ আউটে যাননি। শচীন-পুত্রের আইপিএল অভিষেকে উচ্ছ্বসিত শাহরুখ খানও।

আরও পড়ুন-ইনস্টাগ্রামে দাদাকে আনফলো বিরাটের

মুম্বইয়ের কাছে তাঁর দল পরাস্ত হয়েছে। কিন্তু তাতে কী? বন্ধু শচীনের ছেলেকে আইপিএল খেলতে দেখে আবেগপ্রবণ বলিউড বাদশা। ভবিষ্যতের জন্য অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। প্রসঙ্গত, রবিবার আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে কেকেআরের বিরুদ্ধে ২ ওভার বল করে ১৭ রান দিয়েছেন অর্জুন। কোনও উইকেট পাননি।

আরও পড়ুন-‘এ রাজ্যে এই নিয়ম মানা হবে না’ কেন্দ্রের আধার-সমীক্ষার নির্দেশকে নিশানা মুখ্যমন্ত্রীর

শচীন বলেছেন, ‘‘এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। এখনও পর্যন্ত আমি কখনও ছেলের খেলা দেখতে মাঠে যাইনি।’’ যোগ করেন, ‘‘আমি সব সময় অর্জুনকে স্বাধীনতা দিতে চেয়েছি। বলেছি, মাঠে গিয়ে নিজেকে তুলে ধরো এবং নিজের মতো করে পারফরম্যান্স করো। যেটা করতে চাও সেটাই মাঠে করবে। আইপিএলে ওর এই অভিষেক ম্যাচের সময় আমি ড্রেসিংরুমে ছিলাম। কারণ, আমি চাইনি অর্জুন ওর পরকল্পনা থেকে দূরে সরে যাক। মাঠের মেগা স্ক্রিনে চোখ চলে গেলে ও দেখবে আমি ডাগ আউট বসে আছি এবং ওকে নজরে রেখেছি। তাই আমি ড্রেসিংরুমে ছিলাম।’’

আরও পড়ুন-কমল মুসলে-র ‘মাদার টেরেসা অ্যান্ড মি’-এর প্রথম পোস্টার প্রকাশিত

একসঙ্গে না হলেও এই প্রথম পিতা ও পুত্র দু’জনেই আইপিএলে খেলার নতুন মাইলফলক তৈরি করলেন। শচীন বলেছেন, ‘‘এটা একটা আলাদা অভিজ্ঞতা। কারণ, ২০০৮ ছিল আমার প্রথম আইপিএল মরশুম এবং ১৫ বছর পর আমার ছেলেও খেলল সেই একই দলে। খারাপ নয় ব্যপারটা।

Latest article