তিরন্দাজিতে ব্যর্থ ছেলেরাও, হেরে অবসর বোপান্নার

কোয়ার্টার ফাইনালে তরুণদীপ রাই, ধীরাজরা ২-৬ ব্যবধানে হারলেন তুরস্কের প্রতিদ্বন্দ্বীদের কাছে। টেনিসেও ব্যর্থতা ভারতের।

Must read

প্যারিস, ২৯ জুলাই : অলিম্পিক তিরন্দাজিতে (archery) ভারতের ব্যর্থতা অব্যাহত। ৩৬ বছরেও প্রথম পদক অধরা। রবিবার দীপিকা কুমারী, অঙ্কিতা ভকতরা টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। সোমবার শেষ আটের লড়াইয়ে ছেলেরাও হতাশ করলেন।

আরও পড়ুন-দিনের কবিতা

কোয়ার্টার ফাইনালে তরুণদীপ রাই, ধীরাজরা ২-৬ ব্যবধানে হারলেন তুরস্কের প্রতিদ্বন্দ্বীদের কাছে। টেনিসেও ব্যর্থতা ভারতের। সুমিত নাগালের পর হারলেন রোহন বোপান্না ও শ্রীরাম বালাজির ডাবলস জুটি। ডাবলসে প্রথম রাউন্ডে হেরে জাতীয় দলের হয়ে অবসর ঘোষণা করলেন ৪৪ বছরের বোপান্না। বললেন, ‘‘শেষ ম্যাচ খেললাম দেশের হয়ে।’’ গেল মঁফিস ও এডুয়ার্ড রজার-ভাসেলিন জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে হারেন বোপান্নারা।

Latest article