উত্তরবঙ্গ মেডিক্যালে হচ্ছে এমসিএ-র শাখা কার্যালয়

কলকাতার পর উত্তরবঙ্গে প্রথম। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে মেডিক্যাল কাউন্সিলের শাখা কার্যালয়

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কলকাতার পর উত্তরবঙ্গে প্রথম। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে মেডিক্যাল কাউন্সিলের শাখা কার্যালয়। বৃহস্পতিবার মেডিক্যাল কাউন্সিলের দুই প্রতিনিধির একটি দল পরিদর্শনে আসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। এদিন তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগ যেমন ঘুরে দেখেছেন, পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালের একটি বিভাগে মেডিক্যাল কাউন্সিলের শাখা কার্যালয় করা হচ্ছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন-সাংবাদিক বৈঠক থেকে আশ্বস্ত করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব, বার্ড-ফ্লু নিয়ে আতঙ্কিত হবেন না

শুক্রবার মেডিক্যাল কাউন্সিলের এই শাখা কার্যালয়ের উদ্বোধন হতে চলেছে। এখন থেকে যে সমস্ত সমস্যার অভিযোগ কলকাতায় মেডিক্যাল কাউন্সিলে জমা পড়ত, তা এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শাখা কার্যালয়ে জমা করা যাবে। শাখা কার্যালয়ের সভাপতি পদে থাকছেন ডাঃ সুশান্ত রায়। সুশান্ত রায় কোভিডের সময় দীর্ঘদিন উত্তরবঙ্গের ওএসডি হিসেবে কাজ করেছিলেন। মেডিক্যাল কাউন্সিলের যে দু’জন সদস্য এদিন এসেছিলেন, তাঁরা হলেন, ডাঃ কৌস্তুভ নায়েক ও ডাঃ বিজন সাহা।

Latest article