প্রণয়ের রুদ্ধশ্বাস জয়, লক্ষ্যর হার

ফের হতাশ করলেন লক্ষ্য সেন। চিনা ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন তিনি।

Must read

চাংঝোউ, ২২ জুলাই : ফের হতাশ করলেন লক্ষ্য সেন। চিনা ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন তিনি। তবে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আরেক ভারতীয় শাটলার এইচ এস প্রণয়।

আরও পড়ুন-অজস্র ভুয়ো জবকার্ড বিজেপি-রাজ্যগুলিতে বঞ্চনা শুধু বাংলাকে

মঙ্গলবার লক্ষ্য কোর্টে নেমেছিলেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই লি শি ফেংয়ের বিরুদ্ধে। চিনা শাটলারের বিরুদ্ধে প্রথম গেম জিতলেও, ২১-১৪, ২২-২৪, ১১-২১ ব্যবধানে হেরে যান ভারতীয় শাটলার। অন্যদিকে, প্রণয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের কোকি ওয়াতানাবে। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, ৮-২১, ২১-১৬, ২৩-২১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন প্রণয়। প্রথম গেমে প্রণয়কে কার্যত দাঁড়াতেই দেননি ওয়াতানাবে। দ্বিতীয় গেম জিতে অবশ্য ম্যাচ ১-১ করে ফেলেছিলেন ভারতীয় তারকা। তবে নির্নায়ক তৃতীয় গেমের শুরুতেই ২-১১ পয়েন্টে পিছিয়ে পড়েন প্রণয়। একটা সময় তো ১৫-২০ পয়েন্টে এগিয়ে যান জাপানি শাটলার। ওই পরিস্থিতি থেকে টানা পাঁচ-পাঁচটি ম্যাট পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত গেম ও ম্যাচ পকেটে পোরেন প্রণয়।

Latest article