দরিদ্র কৃষককে কৃষিকাজে সাহায্যে এগিয়ে এল শিবির

আবেদনের জন্য প্রয়োজনীয় সাহায্যর পাশাপাশি কয়েক ঘণ্টার মধ্যে শিবিরের কর্মকর্তারা তাঁর কৃষকবন্ধু কার্ড করে দেন।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবির আয়োজনের উদ্দেশ্য রাজ্যের মানুষের জীবন আরও সুগম করে তোলা। সরকারের কল্যাণমূলক প্রকল্প মানুষ যাতে নিজের যোগ্যতা ও মানদণ্ড অনুযায়ী উপলব্ধ করতে পারে তার জন্য চলছে ষষ্ঠ পর্যায়ের শিবির। সেখানে রয়েছে কৃষকবন্ধু প্রকল্পও। পশ্চিমবঙ্গে কৃষিকাজে যুক্ত প্রায় ৭১.২৩ লক্ষ পরিবারের মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। সরকার এঁদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি আর্থিক সহায়তাও দিচ্ছে।

আরও পড়ুন-সরকারি উদ্যোগে রাজ্যে অ্যাপ ক্যাব পরিষেবা

হুগলির চণ্ডীতলা ১ ব্লকের অসিত দাস পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে কৃষিজমি পেয়েছিলেন। সেই জমিতে ধান, আলু ও শাকসবজির চাষ করলেও সব কিছু সামলাতে পারছিলেন না। কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের শিবিরে সহায়তার জন্য গেলে তাঁকে কৃষকবন্ধু প্রকল্পের কথা জানানো হয়। আবেদনের জন্য প্রয়োজনীয় সাহায্যর পাশাপাশি কয়েক ঘণ্টার মধ্যে শিবিরের কর্মকর্তারা তাঁর কৃষকবন্ধু কার্ড করে দেন। অসিতবাবু বলেন, ‘‘শিবিরের কর্মকর্তারা যে তৎপরতা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আর্থিক সাহায্য পেয়ে সময়মতো কৃষি উপকরণ কিনে কৃষিকাজ চালিয়ে যেতে পারব।’’

Latest article