সংবাদদাতা, ডায়মন্ড হারবার : এলাকার চাষিদের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত প্রধান৷ পঞ্চায়েত তহবিলের টাকায় খাল সংস্কারের কাজ শুরু করে চাষিদের মুখে হাসি ফোটালেন প্রধান রহমত সাঁপুই৷ ডায়মন্ড হারবার ১ নং ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মৈনান থেকে শেহড়দাহ হয়ে দীর্ঘ খাল বয়ে গিয়েছে৷ বোরো ধান চাষের জন্য এই খালের জলের উপর নির্ভর করে থাকেন কামালপুর ও শেহড়দাহ দুই গ্রামের কৃষকরা৷ দীর্ঘ কয়েক বছর ওই খাল সংস্কার না হওয়ায় জোয়ারে ঠিকমতো জল পাওয়া যায় না বলে অভিযোগ ছিল চাষিদের৷ তাঁরা এই সমস্যার কথা এলাকার প্রধানের কানে তোলেন৷ সমস্যা সমাধানে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে খাল সংস্কারের সিদ্ধান্ত নেন পঞ্চায়েত প্রধান রহমত সাঁপুই৷ সোমবার সকাল থেকে শুরু হল খাল সংস্কারের কাজ৷
আরও পড়ুন-বেআইনি নির্মাণ রুখতে কড়া হাওড়া পুরসভা, এবার নির্মীয়মাণ বাড়ির তথ্য মিলবে ওয়েবসাইটে
পঞ্চায়েত প্রধান রহমত সাঁপুই বলেন, এই এলাকার বেশির মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘ কয়েক বছর কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য এনআরজিএস–সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে৷ ফলে একদিকে যেমন গরিব মানুষ ১০০ দিনের কাজ করতে পারছেন না, তেমন উন্নয়নমূলক নানা কাজ আটকে রয়েছে৷ এর ফল ভুগতে হচ্ছে খেটেখাওয়া, চাষবাসের সঙ্গে যুক্ত গরিব মানুষদের৷ দীর্ঘ কয়েকবছর এই খাল সংস্কার না হওয়ার দরুন বর্ষাকালে যেমন সমস্যা হয়, তেমনি বোরো ধান চাষের সময় খালে ঠিক মতো জোয়ারের জল আসে না৷ এলাকার মানুষের দাবিমতো এ বছর বোরো ধান চাষের আগে প্রায় চার কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু করলাম৷ পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এইবাবদ খরচ করা হবে৷ খাল সংস্কার সম্পূর্ণ হলে উপকৃত হবেন এলাকার কৃষকরা।