হাসিনার বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে, শোকদিবসেও জারি অশান্তি ও ধরপাকড়

বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মনিরুজ্জামান লিলু (৪৮) নামে এক আওয়ামি লিগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়।

Must read

প্রতিবেদন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের দিনটিতে তাঁকে শ্রদ্ধা জানাতে শোকদিবস পালন নয়, বরং আওয়ামি লিগের নেতা-কর্মীদের ধরপাকড় এবং তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করার ব্যাপারেই বৃহস্পতিবার ব্যাপক তৎপরতা দেখাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমন্ডির বাড়িতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। হাসিনা সরকারের পতনের পরই এই দিনে জাতীয় শোকদিবসের ছুটি বাতিল করেছে মহম্মদ ইউনুস সরকার।

আরও পড়ুন-কাশ্মীরের দ্রুত বিধানসভা ভোট চায় সব দলই

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, জুলাই এবং অগাস্টের শুরুতে ছাত্র-আন্দোলনের সময় নৃশংসতার অভিযোগের তদন্তে সামনের সপ্তাহেই বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে রাষ্ট্রসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারকে একথা জানিয়েও দিয়েছে রাষ্ট্রসংঘ। আর রাষ্ট্রসংঘের এই সক্রিয়তার পিছনে আমেরিকার ঘনিষ্ঠ বলে পরিচিত ইউনুসের তৎপরতা দেখছেন অনেকেই। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেখানে রাষ্ট্রসংঘের এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই প্রথম।
এদিকে এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হল শিশুহত্যার অভিযোগে। মহম্মদপুর এলাকার ১২ বছরের এক মাদ্রাসার ছাত্রকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে হাসিনাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালপাড়ায় বনধ পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন-বিচ্ছিন্ন হয়ে গেল আমেদাবাদ-মুম্বই ডবল ডেকার এক্সপ্রেস

আওয়ামি লিগ নেতা-কর্মীদের উপর হামলা এখনও অব্যাহত বাংলাদেশে। বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় মনিরুজ্জামান লিলু (৪৮) নামে এক আওয়ামি লিগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই রাতেই রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে প্রাক্তন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রাক্তন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলিগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তনভির হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার ২ প্রাক্তন সাংসদ সহ আওয়ামি লিগের মোট ৮২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে অন্তর্বর্তী প্রশাসন। বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। জামালপুর পুরসভার মেয়র-সহ লিগের মোট ৬২ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা আনা হয়েছে।

আরও পড়ুন-‘বাংলাকে অচল করে সন্ত্রাসের পরিকল্পনা করছে বাম রাম’ আরজি করের হামলার ঘটনায় পুলিশের পাশে মুখ্যমন্ত্রী

তবে এতকিছুর মধ্যেও কিন্তু বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধুর প্রতি আমজনতার আবেগ লক্ষ্য করা যায়। মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় শোক দিবস পালন করেছেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। বুধবার রাতেই গোপালগঞ্জ, ব্রাহ্মণবেড়িয়া-সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসে জড়ো হন রাজধানীর ধানমন্ডি ৩২-এ। মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি। বৃহস্পতিবার শোক দিবস পালনের ডাক দিয়েছিল আওয়ামি লিগের যুব সংগঠন যুবলিগ। ভারত থেকে একই আহ্বান জানিয়েছিলেন মুজিব-কন্যা শেখ হাসিনা। কিন্তু বৃহস্পতিবার তাঁদের সমর্থকদের ধানমন্ডি যাওয়ার পথ আটকায় বিএনপি, অভিযোগ আওয়ামি লিগ সমর্থকদের। ভাঙচুর করা হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকির গাড়ি। সক্রিয় ছিল পাক মদতপুষ্ট জামাত সমর্থকরাও।

Latest article