প্রতিবেদন : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা খারিজ হল বম্বের আদালতে। ২০২১ সালে ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচিতে মুম্বই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্বজ্জনদের সঙ্গে একটি আলোচনা সভায় মত বিনিময়ও সারেন তিনি। এখানেই তাঁর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুলে মামলা করেন এক বিজেপি নেতা। পরবর্তী কালে সেই মামলা যায় বম্বে আদালতে। তার আগে অবশ্য বাংলার মুখ্যমন্ত্রীকে তলব করে মাজগাঁওয়ের নগরদায়রা আদালত। এর বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বম্বে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সোমবার সব পক্ষের কথা শুনে বিজেপি নেতার দায়ের করা মামলা খারিজ করে দেয় আদালত। আসলে ছলছুতোয় যেভাবেই হোক না কেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য। তাই অপ্রয়োজনীয় মিথ্যা অপবাদ ও মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিজেপি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষে হারতে হয় বিজেপিকে। মুখ পোড়ে তাদের।
আরও পড়ুন- বিদ জেলায় কারফিউ, জারি হল ১৪৪ ধারা