জন্মমৃত্যুর পোর্টালে এবার জানাতে হবে মৃত্যুর কারণ

Must read

প্রতিবেদন : রাজ্যের স্বাস্থ্য দফতর জন্মমৃত্যু (Janma-Mrityu Thathya) তথ্য পোর্টালে এবার থেকে মৃত্যুর কারণ বাধ্যতামূলকভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে। প্রথমে এই ব্যবস্থা মুর্শিদাবাদ জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এটি সমগ্র রাজ্যে সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্মমৃত্যু পোর্টালে মৃত্যুর নথিভুক্তির সময় অনেক সময় মৃত্যুর কারণ উল্লেখ করা হচ্ছে না। ২০২১ সাল থেকে ২৩ সাল পর্যন্ত সময়ের মধ্যে ১৭ লক্ষের বেশি মৃত্যুর তথ্য পোর্টালে তোলা হয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র সাড়ে তিন লক্ষের শংসাপত্র-সহ মৃত্যু কারণ উল্লেখ করা হয়েছে। যা গড়ে ২০ শতাংশ। ২০১৯ সালে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এমএসডি পোর্টাল চালু করা হয়েছিল, যেখানে মৃত্যুর কারণ নথিভুক্ত করতে হয়। এবার এই এমসিসিডি পোর্টাল জন্ম মৃত্যু তথ্য (Janma-Mrityu Thathya) পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যার ফলে সমস্ত মৃত্যুর তথ্য সরাসরি স্বাস্থ্য দফতরের নিয়ন্ত্রণে আসবে। রাজ্যে কেন্দ্রীয় ভাবে অনলাইন জন্ম-মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ শুরু হওয়ার পর এপর্যন্ত ওই পদ্ধতিতে ১৭ লক্ষ্যের বেশি শংসাপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় সাত লক্ষ ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর শংসাপত্র এবং ৯ লক্ষের কাছাকাছি জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে জন্মমৃত্যুর ২৩ লক্ষ শংসাপত্র জারি করা হয়েছে। ‍‘জন্ম-মৃত্যু তথ্য’ নামে এই পোর্টালের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের আবেদন জানানো যাচ্ছে। https://janma-mrityutathya.wb.gov.in– এই লিঙ্ক ব্যবহার করে আবেদন জানানো যায়। ১৮০০৩১৩৪৪৪২২২ — টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করে এই সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে এই সংক্রান্ত যে কোন তথ্য সেখান থেকে জানা যাবে।

আরও পড়ুন- অথ রেউড়ি সমাচার

Latest article