”ভালভাবেই সেলিব্রেশন হচ্ছে, এটাই চাই” পরিস্থিতি পরিদর্শনে নগরপাল

নবান্ন ও লালবাজারের তৎপরতায় এবার রামনবমীতে (Ramnavami) বাংলার একাধিক জায়গায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি।

Must read

নবান্ন ও লালবাজারের তৎপরতায় এবার রামনবমীতে (Ramnavami) বাংলার একাধিক জায়গায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরও রামনবমীতে অংশগ্রহণকারীদের মিষ্টি-লাড্ডু ও জল বিতরণ করতে দেখা গিয়েছে। সার্বিকভাবে বিষয়টির প্রশংসা করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। এদিন পরিদর্শনে বেরিয়ে তিনি বললেন, “এটাই তো চাই। সবাই ভালভাবে সেলিব্রেশন করুন।”

আরও পড়ুন-নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ, গ্রেফতার ব্যাডমিন্টন প্রশিক্ষক

এদিন বিশেষ করে ভাঙড়ের কথা বলেন নগরপাল। কাশীপুরে রাস্তায় নেমে খোদ পুলিশ কমিশনার মনোজ ভর্মা কলকাতা পুলিশের তরফ থেকে রামনবমীর শুভেচ্ছা জানান সকলকে। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। অনেক জায়গাতেই মিছিল বেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খবর পেয়েছি, কয়েকটি মিছিল শেষ হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর পাইনি। দুপুর তিনটে থেকে অনেক জায়গাতেই মিছিল বেরোনোর কথা। সব জায়গাই সিনিয়র অফিসারকে ঘুরে দেখেছেন।”

আরও পড়ুন-যোগীরাজ্যে বিএমডব্লিউর সঙ্গে ইনোভার রেষারেষির মাঝে পড়ে মৃত বাইক চালক

রামনবমীতে সম্প্রীতির কথা জানিয়েই তিনি বলেন, “ভালভাবেই উৎসব পালন হচ্ছে। এটাই চাই। কোথাও কোথাও ভাল ছবি দেখলাম। স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, সেখানে অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এগুলোই দরকার।”

Latest article