প্রতিবেদন: ২০১৯ সালে তিন তালাক আইন প্রণয়নের পর দেশে কতগুলি মামলা নথিভুক্ত হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের কাছে নেই। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদে জানিয়েছেন, এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হয় না।
আরও পড়ুন-যুদ্ধবিরতিতে রাজি হতেই সাহায্য চালু
লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী রিজিজু বলেন, ‘পুলিশ’ এবং ‘আইন-শৃঙ্খলা’ ভারতের সংবিধানের সপ্তম তফসিলের অধীনে রাজ্যগুলির বিষয়। রাজ্য সরকারগুলি মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইন, ২০১৯ সহ প্রচলিত আইনের বিধান অনুযায়ী অপরাধের মোকাবিলা করতে সক্ষম। তিন তালাক আইনের অধীনে নথিভুক্ত মামলার সঠিক সংখ্যা জানতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির উপর নির্ভর করতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে এই সংক্রান্ত কোনও সমন্বিত তথ্য না থাকায়, দেশব্যাপী মামলার সামগ্রিক চিত্র পাওয়া সম্ভব নয়। যদিও বিশেষজ্ঞদের মতে, এই আইনের কার্যকারিতা এবং বাস্তবায়ন মূল্যায়ন করার জন্য কেন্দ্রীয় স্তরে তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যভিত্তিক তথ্যের অভাবে আইনের প্রভাব এবং প্রয়োগের ত্রুটিগুলি চিহ্নিত করা কঠিন হয়ে পড়বে।