সংবাদদাতা, আলিপুরদুয়ার : ‘রাজ্যের তরফে বারবার চিঠি পাঠালেও কেন্দ্র কোনও সদুত্তর দেয়নি, এটি আন্তর্জাতিক বিষয়, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি সমস্যা মেটানোর।’ আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিভিন্ন এলাকায় বাঁধ, নদীভাঙন পরিদর্শন করে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে অভিযোগের তীর ছুঁড়লেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। আলিপুরদুয়ার (Alipurduar) সফরে এসে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বিশেষ করে ভুটান থেকে নেমে আসা তোর্সার ভাঙনের অবস্থার কথা মন্ত্রীকে জানান জেলার কর্তারা। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় ম্যারাথন বৈঠক করেন সেচমন্ত্রী। গতকাল রাতে আলিপুরদুয়ার পৌঁছে একদফা দলীয় নেতাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।
আজ বৈঠকের পর পার্থ বলেন, সবিস্তার আলোচনা হয়েছে। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। জয়ন্তী নদীর তল উঁচু হয়েছে। বন্যা হলে সমস্যা বাড়ে। তবে জয়ন্তী নিয়ে গ্রিন ট্রাইবুনালের রায় কী বেরোয় সেদিকে নজর রেখেছে রাজ্য। এদিন কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুরবস্তির তোর্সা নদী এলাকা পরিদর্শন করলেন সেচমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পর দলীয় নেতাদের নিয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসে ফের বৈঠকে বসেন মন্ত্রী। আগামীকাল অর্থাৎ শনিবার তিনি ধূপগুড়ির মাগুরমারি, ময়নাগুড়ির পানবাড়ি, রামশাই এবং লাটাগুড়ি এলাকা পরিদর্শন করবেন, যেখানে তিস্তার বাহতি খাল রয়েছে। কীভাবে চাষীদের জমিতে জল পৌঁছে দেওয়া যায় তা নিয়ে চূড়ান্ত সিন্ধান্ত নেবেন। বৈঠকে মহুয়া গোপ, খগেশ্বর রায় প্রমুখ ছিলেন।