কেন্দ্র ডাল-ভাতের টাকাই তো দেয় না!

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম আট টাকা।

Must read

প্রতিবেদন : পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম আট টাকা। এরপর এই চিন্তা বাড়ছে মিড-ডে মিলে (Mid day meal) পুষ্টি নিয়ে। ইতিমধ্যেই কেন্দ্র তার বরাদ্দ টাকা দেয় না তার ওপর এই মূল্যবৃদ্ধি! সব মিলিয়ে কোপ শিশুদের পুষ্টিতে।

আরও পড়ুন-গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের নির্দেশিকা

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষ করে বলেন, নিরামিষ ভাতের টাকাই দেয় না কেন্দ্র, সেখানে তারা ডিমের বাড়তি টাকা দেবে এমনটা ভাবা বিলাসিতা। কেন্দ্র আগে ডাল-ভাতের টাকা দিক তারপর তো ডিমের টাকা দেবে। মুখ্যমন্ত্রী নিজের কোষাগার থেকে মিড-ডে মিলের টাকা দিচ্ছেন। আমার মনে হয় না ওরা ডিমের টাকা দেবে কারণ ওরা গোটা দেশকে নিরামিষ খাওয়াতে চাইছে। এদিকে, ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম দিয়ে খাবার জোগানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন শিক্ষক থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Latest article