দেশে দারিদ্র্য হ্রাস নিয়ে সর্বশেষ তথ্য দিতেই পারল না কেন্দ্র!

তৃণমূল কংগ্রেস সাংসদের লিখিত প্রশ্নে মন্ত্রী জানান, ২০২১ সালে ভারত সরকার দারিদ্র্য পরিমাপের জন্য একটি ব্যাপক সূচক, বহুমুখী দারিদ্র্য সূচক (এমপিআই) তৈরি করেছে।

Must read

প্রতিবেদন: দেশের দারিদ্র্য হ্রাস নিয়ে সর্বশেষ তথ্যই নেই কেন্দ্রের কাছে। লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারী প্রশ্ন করেছিলেন, সরকারের কাছে ৩০ জুন ২০২৫ পর্যন্ত দেশের দারিদ্র্য সীমারেখার নিচে (বিপিএল) পরিবার সংক্রান্ত কোন তথ্য আছে কি? যদি থাকে, তাহলে গত পাঁচ বছরের বিবরণ দিন।

আরও পড়ুন-রুশ তেল কেনা নিয়ে ভারত ও চিনকে হুমকি আমেরিকার

প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় ও খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্বানিয়া নির্দিষ্ট তথ্যের পরিবর্তে জানিয়েছেন, ২০১৫-১৬ এবং ২০১৯-২১ এর মধ্যে ১৩৫.৫ মিলিয়ন (১৩.৫৫ কোটি) মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। তৃণমূল কংগ্রেস সাংসদের লিখিত প্রশ্নে মন্ত্রী জানান, ২০২১ সালে ভারত সরকার দারিদ্র্য পরিমাপের জন্য একটি ব্যাপক সূচক, বহুমুখী দারিদ্র্য সূচক (এমপিআই) তৈরি করেছে। এই সূচকটি স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান-এর মতো মাত্রাগুলিতে ১২টি সূচকের মাধ্যমে দারিদ্র্যের বিভিন্ন দিক পরিমাপ করে। এটি দারিদ্র্যপীড়িত মানুষের সংখ্যা এবং তাদের বঞ্চনার মাত্রা উভয়ই পরিমাপ করে।

Latest article