কেন্দ্রের স্বীকৃতি বনগাঁ হাসপাতালের

তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের কাজ শুরু হয়েছিল।

Must read

সুমন তালুকদার, বনগাঁ: আর্থিকভাবে নানাদিক থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখলেও বাংলার উন্নয়নকে বারবার স্বীকৃতি দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। সেই সূত্রেই বসিরহাট ও বারুইপুরের পর আবারও সাফল্যের পালক বনগাঁ মহকুমা হাসপাতালের মুকুটে। কেন্দ্রীয় সরকারের ‘লক্ষ্য’ প্রকল্পের পুরস্কার জিতে নিল উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতাল অর্থাৎ বনগাঁ জে আর ধর হাসপাতাল। দুটি বিভাগে ৮৫ ও ৮৯ শতাংশ নম্বর পেয়ে উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় প্রথমবার এই পুরস্কার জিতল।

আরও পড়ুন-মেডিক্যাল কলেজে সাফল্যের পালক

তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য পরিকাঠামোর ব্যাপক উন্নয়নের কাজ শুরু হয়েছিল। বিরোধীদের লাগাতার কুৎসা ও অপপ্রচারকে উপেক্ষা করেই রাজ্যের একের পর এক গ্রামীণ হাসপাতালগুলি কেন্দ্রীয় পুরস্কার জিতে নিচ্ছে। উত্তর ২৪ পরগনা জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রণবকুমার মজুমদার জানান, হাসপাতালের মেটারনিটি ও লেবাররুম বিভাগে তাদের কাজকর্ম কতটা স্বচ্ছ এবং পরিষ্কার তার ওপরেই কেন্দ্রীয় প্রতিনিধিদল সার্ভে করতে এসেছিল।

আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণ দিতে রাজি একাধিক ব্যাঙ্ক

কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদল জে আর ধর হাসপাতালের পরিষেবা দেখে মুগ্ধ হয়ে যান এবং কেন্দ্রীয় সরকারের তরফে মহকুমা হাসপাতালটিকে পুরস্কৃত করা হয়। ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পেয়েছে। পরবর্তীতে এই ওয়ার্ড এবং হাসপাতাল ডেভেলপমেন্টের জন্য তারা অর্থ সাহায্যও পাবে, যা দিয়ে হাসপাতালটিকে আরও উন্নতমানের গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Latest article