সংখ্যালঘুদের বঞ্চিত করছে কেন্দ্র, বছরে ৪৫ লাখ ছাত্র-ছাত্রী পাচ্ছেন রাজ্যে ঐক্যশ্রী বৃত্তি

মুখ্যমন্ত্রী জানান, ২২টি জেলায় সংখ্যালঘু ভবন তৈরি করা হয়েছে। ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেয় রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় সরকার অষ্টম শ্রেণি পর্যন্ত সংখ্যালঘু (minority) ছাত্র-ছাত্রীদের জন্য মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে ঐকশ্রী প্রকল্পের আওতায় তাদের স্কলারশিপ দিচ্ছে। প্রতিবছর ৪৫ লক্ষ ছাত্র-ছাত্রীকে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়। এ-বাবদ সরকারের খরচ হয় হয় ৮০০ কোটি টাকা।

আরও পড়ুন-বন্যা-পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী জেলা প্রশাসন

বিধানসভায় আজ সংখ্যালঘু উন্নয়নের রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন। সংখ্যালঘু স্কলারশিপের নিরিখে এ-রাজ্যের শীর্ষে আছে বলেও দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, ২৩৫টি অনুমোদনহীন মাদ্রাসাকে মাদ্রাসা বোর্ডের অধীনে এনেছে রাজ্য সরকার। রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিধানসভায়

আরও পড়ুন-বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বিজেপি

মুখ্যমন্ত্রী জানান, ২২টি জেলায় সংখ্যালঘু ভবন তৈরি করা হয়েছে। ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেয় রাজ্য সরকার। এতে ৩৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হয়। সরকার এই স্কলারশিপের জন্য ১,১০০ কোটি টাকা খরচ করে। তিনি বলেন ২০১১ সালে ক্ষমতায় আসার সময় এই দপ্তরের বরাদ্দ ছিল ৪৭২ কোটি টাকা, সেই জায়গায় বর্তমান আর্থিক বছরে বরাদ্দ ৪২৩৩ কোটি টাকা। সংখ্যালুদের শিক্ষায় এ-রাজ্য এক নম্বরে রয়েছে।

Latest article