বাংলার যুক্তিতে কুপোকাত কেন্দ্রের ১০০ দিনের বকেয়া টাকার প্রতিশ্রুতি

Must read

প্রতিবেদন : রাজ্যের যুক্তি, তথ্য, পরিসংখ্যান মেনে নিতে বাধ্য হল কেন্দ্র। শেষপর্যন্ত রীতিমতো চাপে পড়েই একশো দিনের কাজ (100 Days of Work) প্রকল্পের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র। এই মর্মে রাজ্যকে সুস্পষ্ট আশ্বাসও দিয়েছে নয়াদিল্লি। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার সোমবার নয়াদিল্লিতে একশো দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বকেয়া টাকা দ্রুত মেটানোর ব্যাপারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ১০ মাস যাবৎ ১০০ দিনের কাজে (100 Days of Work) কেন্দ্রীয় বরাদ্দ বকেয়া রয়েছে। এই খাতে রাজ্যের বকেয়া প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছিল, পঞ্চায়েত স্তরে টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে ‘অস্পষ্টতা’ আছে বলে রাজ্যকে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরের কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছিলেন, সে সমস্ত নথি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। সোমবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানান, যে যে বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রশ্ন বা ধন্দ ছিল, তার সবেরই নিরসন করা হয়েছে। রাজ্যের তরফে পাঠানো নথি দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বলেও জানান তিনি। এই সূত্রেই তিনি রাজ্যের বকেয়া নিয়ে বলেন, আশা করি, খুব দ্রুত সব কিছু মিটে যাবে। অবশ্য এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন-সতীর্থদের উচ্ছ্বাসের মাঝে আবেগে ভাসলেন অভিষেক

Latest article