প্রতিবেদন: বাংলাদেশ (Bangladesh) নিয়ে সংসদকে বাইপাস করা হচ্ছে। বিরোধীদের অন্ধকারে রাখছে কেন্দ্র। রীতিমতো অবজ্ঞা করা হচ্ছে বিরোধী সাংসদদের। মঙ্গলবার চাঁচাছোলা ভাষায় এই অভিযোগ করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী এসে বাংলাদেশ নিয়ে অবিলম্বে বিবৃতি দিন সংসদে। লোকসভায় তৃণমূলের দলনেতার কটাক্ষ, এক দেশ এক ভোট নিয়ে যে তৎপরতা দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার, তার সিকিভাগও দেখাচ্ছেন না বাংলাদেশ নিয়ে।
আরও পড়ুন-অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের
তাঁর প্রশ্ন, বিদেশসচিব বাংলাদেশ ঘুরে আসার পরে বিদেশমন্ত্রী কেন সেখানকার বিষয় নিয়ে সংসদকে অবহিত করলেন না? কেন বাংলাদেশে কী আলোচনা হয়েছে, সংখ্যালঘুদের রক্ষা করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সাংসদরা জানতে পারলেন না কেন? এক্ষেত্রে সংসদে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়াই তো রীতি। কিন্তু কেন্দ্র তা এড়িয়ে যাচ্ছে কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মনে করিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিদেশ সংক্রান্ত যে কোনও ইস্যুতে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাকে সমর্থন করবে রাজ্য। বাংলাদেশের ক্ষেত্রেও সেই অবস্থানই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতকিছুর পরেও কেন্দ্রের এই ভূমিকা কেন? বাংলাদেশে সংখ্যালঘু নিগ্রহের বিষয়ে এদিনও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর সাফ কথা, যে কোনও দিনই সংসদের অধিবেশন শেষ হয়ে যাবে। এখনও সময় আছে, সংসদে এসে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী নিজে।